Friday, February 24, 2023

মাটি

মাটি 

... ঋষি 

.

না। আমি ঠিক মাটির উপর বিন্দুটা খুঁজে পাচ্ছি না

মাথার দুপাশে হাত, রগ চেপে বসে আছি আজ অনেকদিন 

বিন্দুর আরেক নাম ঘর,

ঠিক যেভাবে, ঘরের আরেক নাম চাওয়া।

চারটে দেওয়াল মানে এই শহরে অঞ্জন দত্তের অপেক্ষা 

না। আমি ঠিক মাথা রাখার বালিশটা খুঁজে পাচ্ছি না।  


আমি স্বপ্ন চাই নি 

চেয়েছি মাটি ,মাটি কখনো মিথ্যে লাগে না ,মাটি কখনো অপেক্ষা করে না 

সহজেই মাটির  অতল নাভির তল ছুঁয়ে ফেলে কৃষকের সহজ আঙ্গুল

ফসলের ক্ষেত, জ্যোৎস্না আলোকে, কোনদিন মিথ্যে বলেনা মাটি ।

চাই চাই চাই চাই …

চাওয়া তবে ফুরোয় কিভাবে ?

অপেক্ষা তবে ফুরোয় কিভাবে ?

আমি জানি শুধু শ্বাসের উপরে বিশ্বাস উঠে আসে। 

.

ফুরোয় সময় প্রতিদিন 

নিয়মিত জীবনের লেনদেন ,যেন এক বাণিজ্য সভা 

যেখানে গৃহস্থ দ্রৌপদীকেও হতে হয় লজ্জিত, 

কাটা ফসলের মাঠে দম চাপা একলা হাওয়া 

মাটির নিবিড় চাওয়া 

কৃষকের ছেঁড়াফাটা হাত, তার কাছে অবৈধ অসুখ।

রাত বড় দীর্ঘ 

মাটি কাঁদে হয়তো 

হয়তোবা বা এক শর্তসাপেক্ষে বেঁচে থাকে,

একটা দিনের শেষে ক্লান্ত কৃষক ঘরে ফেরে সারা গায়ে তার মাটি 

আবারও অপেক্ষা সকালের সূর্য 

ঘুম আসে তার  মাটিকে জড়িয়ে 

যেন খিদে 

কৃষকের স্বপ্নে তখন মাটির শরীরের গন্ধ ,

         লজ্জাহীন। 

 

No comments:

Post a Comment

তোমাকে চাই

তুমি তুমি তুমি,শুধু তোমাকে চাই স্ক্রিনশটে নীল আকাশের মাঝে একবিন্দু জমি  শুধু তোমাকে চাই, আমার আগামী আগুনে ঘি দেওয়া মৃত্যুর মুহুর্তে একান্ত ত...