অনিয়মিত অথচ নিয়ম
... ঋষি
মানুষ হেরে যাওয়াটাকে খুব ভয় পায়
তাই সময় থেকে শুরু করে সম্ভাবনা অবধি শুধু দৌড় আর দৌড়,
মানুষ অন্ধকার কেও বড্ড ভয় পায়
তাই আলো খোঁজে , আর আলো খুঁজতে গিয়ে খুঁজে পায়
আগের থেকে বেশি অন্ধকার।
মানুষ হাসতে ভালো বাসে তাই অন্যের মুখের হাসি কেড়ে নেয়
মানুষ কান্নাকে ভয় পেয়েও বোঝে না কিছুতেই কেউ তার জন্য কাঁদলেও ।
.
মানুষ বাঁধন ভয় পায়, মানুষ পাখি হতে চেয়ে আকাশ খোঁজে
কিন্তু একটা সময়ের পর হঠাৎ অনুভূব করে
সম্পর্ক একটা কারণ ছাড়া ভেঁপু যার শব্দটা কানের কাছে অবিরত বাজে ,
মানুষ ব্র্যান্ডেড ঘড়ি ,ব্র্যান্ডেড পোশাক পরেও
হঠাৎ একদিন আয়নার সামনে কান্নায় ভেঙে পরে
তার ভীষণ একা লাগে।
.
আসলে মানুষ জীবনে সবটাই পায়
কি হা হুতাশ করে কারণ মানুষ সময়ে বুঝতে পারে না,কেন ?
কিন্তু যখন বোঝে তখন দেরি হয়ে যায় ,
সত্যি হলো মানুষের পৃথিবীতে কোনো নীলকণ্ঠ নেই
তাই জীবনে বিষটুকু থেকে যায় ,জীবনের বোঝাপড়ায়।
কথায় বলে যার শেষ ভালো তার সব ভালো
সত্যি হলো ব্যাপারটা উল্টো
যার শুরু ভালো না,
তার ই শেষ টা পচাই হয়
আর পচা গন্ধটা হাজারো পাউডারে ,পারফিউমে ঢাকা যায় না
অন্য আশেপাশে যারা ,তারা পায়
হাত তালি দেয়, হাসে
সেই হাত তালি হাসির আওয়াজ
বহু মাইল পথ অতিক্রম করে রোজ রাতে সেই মানুষগুলোর বেডরুমে আসে, আসবেই ।
No comments:
Post a Comment