Saturday, February 4, 2023

মঞ্চ

 মঞ্চ 

... ঋষি 


মঞ্চের সামনের সারিটা খালি ছিল 

একে একে আসনগ্রহণ করলেন  লেখক লেখিকা, কণ্ঠশিল্পী 

মঞ্চের উপর ডায়াসে দাঁড়িয়ে তখন সভাপতির ভাষণ 

আর কিছুক্ষন 

শুরু হবে কবিতা পাঠ 

সমস্ত কলাকুশলীরা ব্যস্ত ,উসখুস করছেন তখন পারফর্মেন্সের কবিতায়

নিজেকে প্রমান করার জন্য । 

.

একে একে কবিদের  নাম ডাকা শুরু হলো 

বড় কবি ,ছোট কবি ,মাঝারি কবি 

কবিতা পাঠ চলছে প্রকৃতির কবিতা ,শহরের কবিতা 

আকাশের কবিতা ,মানুষের কবিতা ,সময়ের কবিতা 

কেউ শুনছে ,বেশিরভাগ ভাগ করছেন আপোসে নিজেদের কবিত্ব। 

.

ঠিক তখনি কবিতার ঈশ্বর মঞ্চে আবির্ভূত হলেন

সকল দর্শক কবিদের প্রশ্ন করলেন আচ্ছা বড়ো কবি আর ছোট কবির তফাৎ কি ? 

তিনি প্রশ্ন করলেন 

সভ্যগন এমন কি হয় না যিনি প্রকৃতি নিয়ে লিখেছেন

তিনি পড়বেন খোলা মাঠে আকাশের নীচে

যিনি শহর নিয়ে লিখেছেন তিনি পড়বেন শহরের উপকণ্ঠে

যিনি মানুষ নিয়ে লিখেছেন তিনি পড়বেন মানুষের এর সামনে 

যিনি সময় নিয়ে লিখেছেন তিনি পড়বেন মহাকালের দরজায় 

তবে কেন এই রুদ্ধ বাতানুকূল মঞ্চ ?

কেন উদ্দাম কণ্ঠে কবিতা নয় ?

কেন কোন স্বার্থের,বিজ্ঞাপনের  মঞ্চ ?

সভাঘর নিস্তব্ধ তখন ,

আকাশ তখন নেমে আসে সভাঘরের মাঝে ,শহর থমকে যায় 

সমযের গাছ, পাতা ,নদী পাখিরা  জমায়েত করে সভাঘরের  দরজায় 

তবু মানুষ কোথাও থাকে না 

কবিরা ফিরে যান যে যার বাড়িতে 

আবার শুরু হয় নীরব কবিতা পাঠ সময়ের কবিতায় ।

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...