Wednesday, February 22, 2023

অপারক

 অপারক 

... ঋষি 


জানি আমি জীবনের শেষ মুহূর্তে আর কেউ থাকে না 

শুধু এক বোধ সাথ ছাড়ে না 

অকৃতজ্ঞ ,

তুমি একটা জীবন নিয়ে কতদূর যেতে পারো 

যেখানে স্মৃতি থাকবে না ,মুখ থাকবে না ,ভাবনা থাকবে না 

কি অদ্ভুত সব কেমন অকৃতজ্ঞ তাই না !

.

তোমাকে ভুলতে আমি যতবার নতুন শহর খুঁজেছি 

ততবারই আমি ঠকেছি ,

সান্তনা ছিল ,কিছু নেশার দ্রব্য ,কিছু ধোঁয়া ,কিছু যন্ত্রনা 

আর নিজেকে আরও নষ্ট করা ,

তবু থামে নি জীবন এগিয়ে গেছে যেন একটা রোডট্রিপ 

একটা বাইক ছুটছে

যে চালাচ্ছে ক্লান্ত হচ্ছে ,থামছে ,অক্সিজেন নিচ্ছে 

কিন্তু আবার ছুটছে।  

.

অরণ্য ভুলতে পারে না তার অরণি ,তার আগুন শোক 

চোখে জল এলে দুর্বল হয় পুরুষ ?

কিন্তু জানতে ইচ্ছে করে নারী তোমার চোখের জলের দামে 

কত গভীর সমুদ্র, 

যেখানে কোনো পুরুষ ,

কোনো নারীর চোখে চোখ রেখে বলতে পারে 

ভালোবাসতো আমায়। 

জানি আমি জীবনের শেষ মুহূর্তে আর কেউ থাকে না 

থাকে না স্মৃতি ,থাকে না মুখ ,থাকে না সম্পর্ক 

শুধু একটা বোধ কাছ ছাড়ে না 

অপারক। 


No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...