ঈশ্বর ,শুধু এতটুকু
... ঋষি
জানি মানুষের শিক্ষা মানুষকে উন্নত করে
কিন্তু প্রশ্নচিন্হ থাকে ,
জানি মানুষের পরিবেশ মানুষকে মানুষ হতে সাহায্য করে
কিন্তু প্রশ্নচিন্হ থাকে ,
প্রশ্নচিন্হ একটা ঈশ্বরের বোধ
একটা তৃতীয় পকেট যেখানে সকলে ভরসা রাখে,সঞ্চয় করে ।
.
ভরসার কথা যখন হলোই
আপনি হাওয়ার গায়ে ছুঁড়ে দিলেন আপনার শৈশব
অথচ আপনি নিরাপদ
কারণ উপস্থিত আপনার অভিভাবক ,
অথচ এই বয়সেও আপনার ছাদের পাঁচিলে দাঁড়াতে ভয় করে
কারণ সত্যিটা হলো আপনি নিরাপত্তাহীন।
.
মানুষ ঈশ্বর তৈরী করে
আসলে মানুষ ঈশ্বরের আঁচলে নিজেকে নিরাপত্তায় রাখতে চায়
কিন্তু প্রশ্নচিন্হ থাকে,
আপনি বিশ্বাস করেন আপনার জীবন সঙ্গীকে ,আপনার আত্নীয়দের
কি
ন্তু
প্রশ্ন
চিন্হ থেকেই যায় ।
নিরাপত্তাহীন মানুষ কিংবা মানুষগুলো দরজার বাইরে এই শহরে চিরকাল একা
এটা একটা বোধ
অথচ অদ্ভুত হলো সকল বোধের কোনো বয়স হয় না
একটা গুপ্তহত্যা ঘটতেই পারে
তবুও ,তাই
মানুষ বিশ্বাস করে
ঈ শ্ব র ,,,,,শুধু এতটুকু।
No comments:
Post a Comment