Monday, February 27, 2023

শেষ শব্দের সন্ধানে

শেষ শব্দের সন্ধানে
.. ঋষি 
.
হয়তো একটা শেষ শব্দের সন্ধানে আছি 
হয়তো অপেক্ষায়, 
মুল্যবান অনেক কিছু ভাঙছে রোজ 
ভরে উঠছে প্রাপ্তির খাতায় জোনাকি
তবুও তো অন্ধকারে আলো 
তবুও তো বাড়িফেরা আবারও একটা আশায়।
.
আসা আর আশা উচ্চারণগুলো মিলে যায় ভাবনায়
ভানুময়রার দোকানে মিষ্টির সাইজগুলো ক্রমশ ছোট 
তবু কথার থেকে বড় কিছু কি হয়? 
কথারা থাকে,কথারা ঘুনপোকা 
কথারা বাসা বাধে,কথারা উইপোকা
কথারা হিংস্র, কথারা মিষ্টি, কথারা ঝগড়া
কথারা আফসোস
কিন্তু কথার কথা হলেও, সত্যি যেটা
কথাদের মৃত্যু নেই, আছে দহন। 
.
ফিরে আসি পরের কথায়
শব্দনাশী একটা ভাবনা ঘুরে মরে, কেঁদে ফেরে 
শুধুমাত্র বুদ্ধ হয়ে,
তবুও কপিলাবস্তু দুরাস্ত এই শহরে ভাবনায় 
কিংবা যীশুর ধর্মে এ শহরে প্রেম বড় মিথ্যে। 
সবকিছুর পিছনে রাখা একটা কালোপাথরের 
নেমপ্লেট সম্পর্কের গায়ে 
কারণ? 
তুমি চুমু খেতে চাও, কারণ? 
তুমি জড়াতে চাও, কারণ? 
তুমি বাঁচতে চাও, কারণ? 
তুমি ফিরতে চাও কিংবা এগোতে, কারণ? 
তুমি ভালো আছো, কারণ? 
অথচ  দশটা দিকের বাইরে একটা দিক আছে 
কিন্তু মনটাকে কেউ মানতেই চায় না। 


No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...