Friday, February 24, 2023

জীবন থেকে নেওয়া

 জীবন থেকে নেওয়া 

... ঋষি 


শৈশব থেকে যৌবন,তার পর বার্ধক্য 

তুমি দাঁড়িয়ে থাকবে

একটা ভরসা এগিয়ে চলে সময়ের পরে নির্ভীক বাতায়নে ,

হাত দুটো ছুঁয়ে থাকুক 

মানুষটা থাকুক মানুষটার হাতের পাশে 

সেখানে উপস্থিতি সম্পর্ক হয়ে যায়। 

.

আমি প্রশ্ন বুঝি না 

প্রাকঐতিহাসিক সভ্যতার মাটিতে শুধু সত্যটুকু জানি 

মানুষ বাঁচতে চায় , 

তাই পরিবর্তন সময়ের বিশ্বাসী ঘড়ির কাঁটায় 

বুঝি কেউ স্থায়ী নয় 

কেউ অনবদ্য কমপ্লিট মানুষ কিংবা উপন্যাসের চরিত্র নয়। 

.

চরিত্র লিখতে গেলে 

ঢাল ,তলোয়ার নিধিরাম সর্দার সকলে বাস্তবের পটভূমিতে ,

কজন ব্লেডের উপর দাঁড়িয়ে 

কাটাতে পারে জীবন ,

মানুষ মাংসাশী তাই বোধহয় জীবনটাকে তন্দুরি টেবিলে পরিবেশন করে 

নিজেই খায় চিবিয়ে সুস্বাদু নিজের জীবন।

চোখের ওপাশে সরতে থাকা সময় কোলাহল করে 

চামড়ার ভাঁজ 

আজকে যে যুবক ,সে হয়তো কাল একটা জীবন 

আজ যে যুবতী ,সে হয়তো কাল একটা অভিজ্ঞতা 

আজ যে ভ্রুন ,সে হয়তো আগামীর ভবিষ্যৎ 

সব সত্যি

কিন্তু সবচেয়ে বড় সত্যি হলো  মানুষ একা থাকার অভিনয় করে

অথচ ঘুমের ওষুধ ছাড়া ঘুমোতে পারে না। 

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...