Friday, February 3, 2023

আমিও হয়তো

 আমিও হয়তো

... ঋষি 


সময়ের কাছে কিছু অবান্তর 

আমি সময়ের দরজার বাইরে দাঁড়িয়ে মানুষ দেখতে থাকি 

কখনো হাসি ,কখনো ভালোবাসি ,

তোমার দিকে তাকিয়ে থাকতে ভালো লাগে 

তোমার সাথে কথা বলতে ভালো লাগে 

কিন্তু ভালো লাগে না দরজার বাইরে দাঁড়িয়ে তোমাকে দেখতে। 

.

প্রশ্ন উর্দ্ধ পেকে যাওয়া জুলফিতে আজকাল হিমের পরশ 

তুমি কথা বলো না

              চুপ থেকে বুঝতে চাও সকালের এক কাপ চায়ের উষ্ণতা ,

আমি বুঝতে পারি তোমার আর  কিছু বলা বাকি নেই 

আসলে ফুরোনো সকালের কাছে বিকেলের আবদার 

সে যেন শূন্য রাস্তায় পরে থাকা ভাঁড়ে ঠোঁটের স্মৃতি। 

.

সময়ের কাছে অবান্তর 

আমি দরজার বাইরে দাঁড়িয়ে গুনে নি হাতের শেষ কয়েকটা খুচরো পয়সা 

রোজ নিয়ম করে হিসেব করি 

                   অথচ গুলিয়ে যায় বারংবার ,

জন্মের খোলা দরজার ওপারে অজস্র উপনিষদ 

সাক্ষী রেখে যায় মানুষের নাগরিকত্বের ,

কিন্তু দরজা শব্দটা নাগরিক ছিল না কোনো দিন । 

দরজার এপাশে আমি 

           ওপাশে তুমি 

মাঝখানে শুধু শীতের পর্যন্ত বেলা ভালো লাগে না

ভালো লাগে বরং ভাবতে 

আমিও হয়তো.................. ..। 

 


No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...