Thursday, February 23, 2023

মন ভালো নেই

মন ভালো নেই 
..ঋষি 
.
মন ভালো নেই। আমার নারী আছে
সময়ের আয়নায় দাঁড়িয়ে আমার উল্টোমুখে। 
.
আর যে সংসার সংসার খেলে
আদিখ্যেতার বিবাহবাসরে প্রজাপতি এঁকেছিল 
সে আজ আয়নার কাঁচ ভেঙে হিসাব লিখেছে আমার হৃদয়ে
মানুষ নয় এ টি এম
মুখোমুখি কথা নয় শুধু কুকথা। 
.
আর তুমি প্রিয়তমা এই সর্বনাশা বসন্তের দিনে
সংসার পেতেছো কাঁকড়ার বালিতে
সময়ের হাঁড়িতে 
তোমার চিতার ছাই একত্রিত করে।
.
মন ভালো নেই 
পাতার পোশাক পরে বিষাক্ত সময় চলে যাচ্ছে জেরুজালেমে
উৎসব গড়াচ্ছে 
তুমি আমাকে জানান দিচ্ছো আমার ব্যস্ততায় অন্য কেউ
অথচ আমার, গৃহস্থালী ছেটানো যিশুখ্রিষ্টের শোক। 

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...