Friday, January 3, 2014

rishi026@gmail.com


দাম নেই
............. ঋষি

তোমাকে ফিরিয়ে আনার যোগ্যতা আমার নেই
এই হৃদয়টুকু সম্বল।
বলতে পারো তুমি ভাঙ্গা হৃদয়ের দাম কি ?
সে তো আর বীণা নয়
ঝংকারের নিংড়ে নিতে পারে তোমার অস্তিত্ব।
দাম কি ? দাম কি ? দাম  .......?
নেই কোনো দাম নেই।
যতটুকু আছে সেটুকু রইলো তোমার
আর আমার
তোমার খোলা বুকের পোড়া দাগ আমার হৃদয়ে ।
তোমার ঠোঁটের মিষ্টি হাসি
তোমার স্পর্শের সুগন্ধী দিন।
তোমার আলোয় দেখা আমার স্বপ্ন
সব তো রইলো আমার জন্য।
আবার বলি
তোমাকে ফিরিয়ে আনার যোগ্যতা আমার নেই
যা আছে তা তোমার আর আমার স্পর্শ।
একটুকরো প্রেম ,একটা হৃদয়
যার আজকের সময়ে কোনো দাম নেই।

No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...