Thursday, July 3, 2014

RISHI026@GMAIL.COM

ঐশ্বরিক পাঠ
.............. ঋষি

ঈশ্বর কখনো চটি পরে পাগলের মতো
 ফুটপাথে হাঁটেন না।
মুহুর্তের জন্য থমকে দেখেন চেতনার ফুটপাথে
আর হাততালি দেন।
স্পর্শ আর অস্পষ্ট অন্ধকারে দাঁড়িয়ে
হাসতে থাকেন অবহেলায়।

ভালো ,মন্দ সব হৃদয়ের কড়িকাঠে
এক একটা দিন ,একটু সময় ,
ঈশ্বরের মতো স্পর্শ করে হৃদয়ে।
তখনি ঝগড়া বাঁধে হৃদয় আর মস্তিষ্কে
এক টানাপোড়েন ইচ্ছার সাথে।
জো জিতা ওহি সিকান্দার মার্কা ডায়লগ
আসে মানুষের প্রকাশে।
আর বাড়তে থাকা তাপ ,
পুড়তে থাকা মুহুর্তদের কোলাহলে
ঈশ্বর দেখা দেন অসংযমী মুহুর্তে।

আর ঈশ্বর তখন প্রাইমারি স্কুলের টিচার
রোমন্থন পুরনো পাঠের।
ভালো মন্দ যাহাই আসুক জীবনে
সত্যরে লও সহজে।
স্পর্শ আর অস্পষ্ট অন্ধকারে দাঁড়ানো ঈশ্বর
হাসতে থাকেন অবহেলায়। 

No comments:

Post a Comment

এলিয়েনেশন

বোধহয় এক তরফা এলিয়েনেশন চোখের বিষন্নতায় ডিমলাইটের নিস্তব্ধ আস্তানা নেমে আসছে দ্রুত এই কবিতা কৃত্রিম আলোর নিচে হলুদ ট্যাক্সি ফেরা আর না ফেরা...