Thursday, July 3, 2014

RISHI026@GMAIL.COM


আমাদের বাঁচার দিন
............. ঋষি

চলছে আর চলবে সভ্যতা
শব্দের অভিধানের একটা শব্দ বাদ গেছে
হিংসা আর ভয়ের মিশ্রিত শব্দটা।
নিত্য খবরে ,মিডিয়ায়  জমানো সভ্যতা শুধু নিগ্রহ
শিক্ষক ,নারী ,শিশু ,অহংকার ,অধিকার,লিপ্সা।
বাদ নেই কিছু বাদ নেই  ,মা ,মাসি ,বোন ,দেশ, কিছু না
শুধু সভ্যতায় সভ্য শব্দটা বাদ গেছে
মাথা চারা দিয়েছে শুধু লজ্জা আর লজ্জা।

এ যেন ক্ষমতার সাথে অক্ষমের লড়াই
এ যেন বাঁচার সাথে মেড়ে ফেলার লড়াই।
পা ঠুকে ,পেরেক ঠুকে সভ্যতার কফিনে লজ্জা
আর সাধরণ ,অতি সাধারণ মাথা ঠোঁকা।
পুড়তে থাকা সাধারণ হৃদয়ের দৈনন্দিন
একটা কথা খাবি খাই ,তবু বলতে চাই সবাই।
প্লিস মানুষের মতো বাঁচতে দিন
প্লিস আরেকটা দিন বেঁচে থাকা  .

চলছে আর চলবে সভ্যতা
নিরীহ শিশুর কপালে অশিক্ষার এ- কে ৪৭।
দলিত নারীর যোনিতে জানোয়ারের উন্মাদনা
যারা পিছিয়ে আছে তাদের মেরে দেও।
নিউক্লিয়াস বোম,ছুরি ,তলোয়ার ,অ্যাসিড
ভেঙ্গে চুরে,জ্বালিয়ে ,পুড়িয়ে ধ্বংস করে দেও।
সভ্যতা সৃষ্টির সভ্য শব্দটা মুছে দেও
অশিক্ষা ,অন্ধকার ,বর্বরতা আর নরম মাটিতে।


No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...