Wednesday, July 2, 2014

RISHI026@GMAIL.COM

বৃষ্টি তোকে
......... ঋষি

বৃষ্টি একদিন না একদিন
এই আকাশের মেঘের আড়ালে
তোকে ঠিক ছুঁয়ে দেবো।
তোর পবিত্র চোখের আড়ালে
লোকানো মহুয়া নেশায় মাতাল হবো।
তোকে আমি আকাশ থেকে
মাটির বুকে জড়িয়ে  নেবো।

বৃষ্টি তোর সেই লুকিয়ে থাকা স্বপ্নের
তোর পুতুল খেলার রাজপুত্র আর ঘোড়া
সব সত্যি করে দেবো।
আকাশ থেকে পক্ষীরাজ আর
আর স্মৃতির মাদুরগুলো
না হয় সরিয়ে দেবো।
এমন করে না হয় আমি স্পর্শ করে দেবো।

বৃষ্টি একদিন না একদিন
এই স্বপ্নের স্রোতের আড়ালে
তোকে সমুদ্র করে দেবো।
তোর নাভির নিশ্বাস ছুঁয়ে আমার বিশ্বাসে
আমি তাজমহল ছুঁয়ে দেবো।
সত্যি বলছি আকাশ থেকে
মাটির বুকে জড়িয়ে  নেবো।

No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...