Wednesday, June 25, 2014

RISHI026@GAMIL.COM

চোরা উষ্ণতা
........... ঋষি

এ কেমন কথা বুকের সমুদ্রে দুচারটে ঢেউ
হয় না ,হতে পারে না।
সহস্র কোটি প্রেমের চোরাস্রোত
ঢেউ এর মত আছড়ে পরে বুকে।
পাড় ভাঙ্গে ,ঘর ভাঙ্গে
নতুন দ্বীপ সমুদ্রের বুকে।

জন্ম হয় কোটি কোটি তারা আকাশের গায়ে
যখন সন্ধ্যা নাম অন্ধকার হয়।
প্যাপিরাসে লেখা হয় সভ্যতার সোনালী রং
এক্কা দোক্কা পায়ে এগিয়ে যায়।
আর তখনি আমি আগুন আবিষ্কার করি
পুড়ে যায় ,আমি পুড়তে চাই।

এ যেন কোনো নাবিকের জ্যোতিষ চর্চা
দিকভ্রান্ত নোলকে লাগানো শব্দের কোলাহল।
কিংবা হাতের আঙ্গুলে জমে থাকা আংটির হলাহল
সভ্যতা উত্তর চাই।
প্রেম শুয়ে থাকে বিছানার চাদরে অন্ধকারে
বালিস জুড়ে অস্তিত্বের অপেক্ষায়।

এ কেমন কথা বুকের পাঁজরে প্রেম রক্তবমি
আর চেতনার শার্টের হাতে আবিষ্কার
এক নতুন সভ্যতায় প্রেম।
লজ্জা ,ঘৃনা ,ভয় সব শূন্য এক গোপন ব্যথা
সময় অসময় ফিরে আসা গোধুলি বেলা
আর প্রেম অপেক্ষায় পুড়ে চলা।

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...