Thursday, June 12, 2014

rishi026@gmail.com

দুচারটে লাইন
.............. ঋষি

আটকে আছি চারপাশে ছড়ানো জঞ্জাল
বুক পকেটে শুকিয়ে গেছে ফুলগুলো।
নেমে আসা ঘর্মাক্ত আঁচলে
দুচারটে লাইন কবি তোমার হৃদয়ে
শুকিয়ে যাওয়া রক্ত।

আর জামার বোতামে লেগে আছে ব্যর্থতা
ঈশ্বর যখন নগ্ন মন্দির মসজিদে।
তখন প্রতিমার ঠোঁটে ব্রাত্য পুজো
দুচারটে লাইন  কবি তোমার হৃদয়ের
পোড়ার গন্ধ।

আমার খোলা বুকের ভিতরে একটা দ্বীপ
জঞ্জাল জড়িয়ে শুকিয়ে যাওয়া সমুদ্র।
তখন কালসাপ সোজা চাঁদসওদাগরের ঘরে
দুচারটে লাইন কবি তোমার শরীরের
মৃত স্বপ্ন।

আগুন থেকে ছিটকে আসা হলাহল আর কোলাহল
সবটাই বুকের ভিতরে ক্লান্ত হিমালয়।
ভীষণ শান্ত আমার দৈনন্দিন পথচলায়
দুচারটে লাইন কবি তোমার হৃদয়ের
একলা এগিয়ে চলা।

আটকে আছে নিঃশ্বাস বিশ্বাস ছুঁয়ে হতাহত
সিন্ধু সভ্যতার গায়ে আমার দেশ।
বড্ড নিরীহ যে প্রেম আর শব্দ
দুচারটে লাইন কবি তোমার হৃদয়ের
মোমবাতির গড়িয়ে নামা।   

No comments:

Post a Comment

সময়ের বুক

নিঃসঙ্গতার কাছে আছে প্রত্যুত্তর  সত্যি তো ফিরে আসা যায় না  প্রেমিকা লিখলেই আমি নদীর কাছে দাঁড়াই , কাল্পনিক সংলাপে নদীর জল কখন যেন হৃদয় ভাষায়...