Thursday, June 26, 2014

RISHI026@GMAIL.COM

চোখ পুড়ে যায়
,,,,,,,,,,,, ঋষি

চোখ পুড়ে গেল
বুকের বিন্ধ্যে জমানো রক্তাক্ত শব।
আহত ,নিহত কিছু  স্মৃতি
মনের চিলেকোঠায় পায়রার সাথে উড়ে যায়।
পাঁচিল পেরিয়ে পাঁচিল
দূরত্বের থেকে আরো দুরে কোনো অন্য গ্যালাক্সীতে
মুক্তির আশায়।

সকালে উঠিয়ে আমি মনে মনে বলি
সারাদিন আমি যেন চোখ বুজে চলি।
চোখ খোলা মানে হলো রক্ত মেখে চলা
আর সেই রক্তে সভ্যতা বিরক্তিতে বলা।

এই তো জীবন
এমনি কেটে যায় ,কাটতে থাকে একলা নিরালায়।
মৃত্যু লাল পায়ে কাঁটা তার বাঁধা
ছোপগুলো  অদৃশ্য কোনো ধুলোর কবিতায়।
পাহাড় পর্বত পেরিয়ে জ্বলন্ত লাভা বুকের ভিতর
চোখ বুজে যায় ,চোখ বুজে থাকা
শান্তির আশায়।

সন্ধ্যের চোরা স্রোতে অন্ধকারে চলা
ভয়ে ভয়ে জীবনের মিথ্যা বয়ে চলা।
চোখ খোলা মানে হলো রক্ত মেখে চলা
আর সেই রক্তে সভ্যতা বিরক্তিতে বলা।

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...