Sunday, June 22, 2014

RISHI026@GMAIL.COM

এটা পুলিশস্টেসন
,,,,,,,,,, ঋষি

ঘুমের মধ্যে জড়িয়ে শুয়ে আছে টেলিফোন
অপেক্ষার সাথে শব্দের স্পর্শ।
তোমাদের আমি জড়িয়ে থাকি নি
শুধু সময় জড়িয়ে রেখেছে  তোমাদের।

আমার টেবিলের ওপারে লাগানো পিকাসো
তোমরা হাসছো,,,,,, ভীষণ মলিন হাসি।
সাজানো রঙের তুলিতে তোমাদের ঠোঁটে রক্ত
আর চুসে খায় আবেদন কোন যৌন শিরায় শিরায়।

ফুল ,ফল ,রসকস,সিঙ্গারা,বুলবুলি ,শরীর
খাদ্য আর খাদকের মাঝের খিদে।
সেই তো সুরঙ্গের সারি আর মরিচিকা
সাজানো শহরে লুকোনো নর্দমার দর্শন।

দর্শন আর বর্ষণের মাঝের তফাত্টা
নেহাত মানবিক চাহিদা।
তোমাদের খিদে তোমরা হাসছো
আর বৃষ্টি সে যে নোনতা চিরকাল।

আজ বরং উল্টো পৃথিবী গড়ি
অহংকৃত পৌরুষের মাঝে নগ্ন নারী।
তোমরা দেখো আর জ্বলো
আর নারী তোমরা নৃত্য করো।

আর করো না টেলিফোন এটা পুলিশ স্টেসন
আমি ঘুমোচ্ছি সভ্যতার কর্কশ বিছানায়।
তোমাদের আমি জড়িয়ে থাকি নি
তোমরাই জড়িয়ে আছো অপেক্ষার শিরায় শিরায়।  

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...