Sunday, June 8, 2014

RISHI026@GMAIL.COM

তোর অভ্যাস
........... ঋষি

স্পর্শটা পাচ্ছি না
তোর সেই দিগন্ত ছড়ানো ঘনচুল।
দুই একটা কবিতা জন্ম নিল তোর প্রেমে
আজ আর কবিতাকে পাচ্ছি না।
তুই নেই তাই ,
তোর অভ্যাসে ,তোর ছোঁয়ায়।

আজ আকাশের গায়ে মেঘলা রৌদ্র
চটচটে ঘামে নাভিশ্বাস।
দুই একটা  মুহূর্ত মনের চিলেকোঠায় চুমু
আজ আর ঠোঁটটাকে পাচ্ছি না।
তুই নেই তাই
তোর অভ্যাসে ,তোর ছোঁয়ায়।

আজ বিকেলের মাঠে গোটা নক্সীকাঁথা
বুনছি ,জুড়ছি দূরত্ব দিয়ে।
দুই একটা  ছবি স্মৃতির নক্সীকাঁথা হারানোর দাগ
আজ আর তোর ছবি পাচ্ছি না।
 তুই নেই তাই
তোর অভ্যাসে ,তোর ছোঁয়ায়।

রক্তপাত এক ঝাঁক তীর
কিছুটা অলস মুহূর্ত কবিতার সারা গায়ে।
দুই একটা কবিতা জন্ম নিল তোর প্রেমে
আজ আর তোকে খুঁজে পাচ্ছি না।
তুই নেই তাই
তোর অভ্যাসে ,তোর ছোঁয়ায়।



No comments:

Post a Comment

সময়ের বুক

নিঃসঙ্গতার কাছে আছে প্রত্যুত্তর  সত্যি তো ফিরে আসা যায় না  প্রেমিকা লিখলেই আমি নদীর কাছে দাঁড়াই , কাল্পনিক সংলাপে নদীর জল কখন যেন হৃদয় ভাষায়...