Sunday, June 29, 2014

RISHI026@GMAIL.COM





তোমাকে লিখছি
.................. ঋষি

আমি তোমায় লিখবো বলে
বাজার থেকে কিনে এনেছি সুগন্ধি কাগজ।
কিন্তু লেখা হলো না
আসলে বুঝে উঠতে পারলাম না কি লিখবো।

সহস্র মন্থনে রোজকার রক্তক্ষরণ বেঁচে থাকা
কিংবা হৃদয় অন্তরে তোমার স্পর্শ।
রোজকার মূল্যবৃদ্ধি ,ট্রাফিক জ্যাম ,চিত্কার
বা তোমায় ছাড়া বাঁচতে পারবো না।

নিউমার্কেট ,গজিয়ে ওঠা শপিং মলে অলংকার
কিংবা অলংকারের আড়ালে এই বেঁচে থাকা।
নির্বাচন এলো কারা যেন দাঁড়িয়ে গেল সার দিয়ে
সার সার সুন্দরী শব্দ  ঠিক রাস্তার বেশ্যা।
বিক্রি হলো ,গজিয়ে গেল দাঁড়ি খালি ময়দানে
কিন্তু চিত্কার থামলো না
শুধু আরো খিদে বেড়ে গেলো।

এইসব লেখা যায় নাকি
নিজেকে আরে এ যে মনুষত্বকে গালি।
এসো শুধু তোমায় লিখি
সেই একই গল্প তোমার বুকের স্পর্শ।

আমি লিখছি ঠিক তোমাকে নিজের মতো
বাজার থেকে কিনে আনলাম কিছু খালি বাক্স।
কিন্তু রাখবো তোমায় না সময়
ঠিক বুঝলাম না ,আর লেখা হলো না।

No comments:

Post a Comment

সময়ের বুক

নিঃসঙ্গতার কাছে আছে প্রত্যুত্তর  সত্যি তো ফিরে আসা যায় না  প্রেমিকা লিখলেই আমি নদীর কাছে দাঁড়াই , কাল্পনিক সংলাপে নদীর জল কখন যেন হৃদয় ভাষায়...