Sunday, June 22, 2014

RISHI026@GMAIL.COM

বৃষ্টির দিন
........... ঋষি

তোকে বেশ আমি দেখতে পাচ্ছি
দেওয়ালে আটকানো ক্যালান্ডারের নিরিখে।
কি যেন হয়ে গেল
শোয়ার ঘরের দেওয়ালে টিকটিকিরা
ঘড়ির কাঁটায় চিত্কার।
ঘন্টা ,মিনিট ,সেকেন্ড সব সরছে
পাতার পর পাতারা উপন্যাসের  নাটকীয় মোর।

আমি ঠিক বুঝতে পারছি
গাল থেকে গড়িয়ে পরা ঘামের টুকরো।
আর হৃদয়ের গড়িয়ে নামা আশ্রয়টাকে
তোর সাথে জুড়ে দিলাম ব্যস্ত ঠিকানায়।
চিঠিটা আসে নি ,আমিও যাই নি
শুধু বারান্দার সাথে জোড়া ক্যাকটাসে
সেক্সোফোনের নগ্ন রক্তপাত।

তোকে আলাদা করে বলবো ভেবে
ছাদের রেলিং ধরে আকাশ ধরতে গেলাম।
নেমে গেলাম বৃষ্টির সাথে সোজা মাটিতে
আজকে বৃষ্টির দিন।
কয়েকপশলা বৃষ্টি আমার শহরের পোশাকে
ভিজে মাঠঘাট ,ভিজে শহর
মিথ্যা রক্তপাত আর একলা সময়। 

No comments:

Post a Comment

সময়ের বুক

নিঃসঙ্গতার কাছে আছে প্রত্যুত্তর  সত্যি তো ফিরে আসা যায় না  প্রেমিকা লিখলেই আমি নদীর কাছে দাঁড়াই , কাল্পনিক সংলাপে নদীর জল কখন যেন হৃদয় ভাষায়...