Thursday, June 26, 2014

RISHI026@GMAIL.COM

অলিখিত প্রেম
.......... ঋষি

আবার তোকে লিখবো বলে
আমার কলমের নিবে সিরসির।
তোর নীল রঙের শাড়ির ভিতর
একটা স্বপ্নের সমুদ্র মন্থন
উত্পত্তি প্রেম শব্দটা অমরত্বের স্পর্শে।

জানিস নীল রংটা আমার ভীষণ প্রিয়
ওটা আমার আকাশের রং।
ওই রঙের গভীরে খুব গভীরে
অনন্ত মেঘ আর লুকোনো মনিমুক্ত
সারা আকাশের বুকে ছড়ানো প্রেম।

টুকরো টুকরো ছোটো ছোটো স্বপ্ন
এখন লুকোনো ঝলসানো সূর্যের আলোয়।
আর অন্ধকার আকাশের খুব গভীরে
আজ মেঘ ,বৃষ্টির এই অবেলায়
আবার শুরু প্রেমের পথ চলায়।

জানি হাসছিস তুই হাসছিস
তোর চোখের দহনে হৃদয়ে রক্ত।
ঠিক যেন ভিসুভিয়াসের নিলজ্জ প্রেম
চোখের তারা থেকে নেমে আসে নাভির মাঝে
নিজেকে পোড়াতে  প্রেমের আগুনে।

আজ কাল পরশুর সেই পৌরানিক কথন
কুমারী মেরীর গর্ভে ঈশ্বর
নেমে আসুক সৃষ্টিতে, শুধু প্রেমে।
আমার শব্দগুলো তোকে ছুঁয়ে হাহাকার
নেমে আসুক আজ এই বৃষ্টি দিনে।


No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...