Saturday, June 7, 2014

RISHI026@GMAIL.COM

লুকোনো আদর
........... ঋষি

লজ্জাগুলো ছুঁয়ে নামে লুকোনো আদরে
এমনটাই হয়।
চেয়ে পাওয়া ,পেয়ে চাওয়া
তফাৎটা সামুদ্রিক জলপরীর গায়ের গন্ধ।
ভালো লাগে সময় সময়
কিন্তু সেই কিন্তু ছুঁয়ে যায়
যখন আবর্জনার ফুটপাথে খালি হাতে।

বোতলের ছিপি খুলে নেশা না জীবন
কোনটা বাছবে নিজের কাছে।
সহজ সরল সমীকরণ জীবন বেছে নেই
তবু কখন যে সন্ধ্যা নামে।
অন্ধকার সভ্য পৃথিবীতে সম্পর্ক্য খাবি খায়
ছো মেরে মাছরাঙা নেমে আসে দুঃখের পৃথিবীতে
আর  নেশাটাকে বেছে নেয়।

লজ্জাগুলো ছুঁয়ে নামে লুকোনো আদরে
এমনটাই হয়।
পাওয়া ,চাওয়ার মাঝের দুরত্ব
যখন দুর্বলতা তখন আকাশে মেঘ।
হাত বাড়িয়ে আকাশের চাঁদ ,সূর্য খোঁজা
দূরত্ব থেকে যায় সময় সময়
বদলানো কবিতার খাতে অন্য কবিতা।

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...