Wednesday, June 4, 2014

rishi026@gmail.com

সবাই চলে গেছে
................ ঋষি

সবাই চলে গেছে
আকাশের চাঁদ আর তিন হাত মাটির দূরত্ব।
অনেকটা সময় কেটে গেছে
সামনের রুপোলি জোত্স্নায় খিদে গড়াচ্ছে।
মাটির উপর ,মাটির নিচে
কিংবা পুড়ে গেছে।

সময়ের হাত শূন্য শুধু সামনে রাত্রি
ঠাকুর দালানে বৃষ্টি ভেজা প্রতিমার ভিড়।
চোখের পাতায় লেগে আছে আল্পনা
সব ধুঁয়ে মুছে গেছে  
সবাই চলে গেছে।

আজ আবার কবিতা ঠোঁটে দাঁড়িয়ে আছে বৈশাখী ঝড়
ছড়ানো ছেটানো চেতনায় জমা পাপ।
খুব গভীর নর্দমার কীটগুলো মাথার ভিতর
আমাকে নাড়িয়ে গেছে
সবাই চলে গেছে।

সবাই গেছে
শুধু যাই নি জ্বলে যাওয়া ,পুড়ে যাওয়া চামড়ার গন্ধ।
অন্ধ সব অন্ধ ,, আকাশের চাঁদে কালো ছোপ
আর বিবর্ণ পান্ডুলিপিতে রক্তকোষ।
বিষাক্ত কিছু পিছুটান
শুধু রয়ে গেছে। 

No comments:

Post a Comment

অগোছালো কবিতা

কেউ পাখি হয়ে গেছে কেউ আকাশের নিচে পৃথিবীতে খুঁজে নিচ্ছে ল অফ এট্রাক্সন অথচ এই শহরের খাঁচায় বন্দি ভাবনা  তোমার ব্লাউজের ক্লিভেজে আটকে আছে, স...