Friday, June 13, 2014

RISHI026@GMAIL.COM

দারুন সময়
.......... ঋষি

জীবন,জল আর যুদ্ধ
আর অন্ধকার।
দারুন এক রেসিপি পেলাম আজ।
মিলিয়ে মিশিয়ে কাঁচকলা সেদ্ধ আর একটু বিরক্তি
সুন্দর ,দারুন একটা সময় পেলাম।

সময়ের কথা লিখতে বসে মুহুর্তের খাতায়
কয়েক ফোঁটা রক্ত বিন্দু।
ফোনটা কেটে গেছে বহুক্ষণ হলো
শঙ্খের আড়ালে মনে বিকট আওয়াজে।
সুর তাল মিশিয়ে এক বিশৃঙ্খলা
জীবন হারিয়ে গেছে বহুক্ষণ হলো।

শব্দ ,জব্দ ,আর অব্দ ,বহুক্ষণ  হলো
কঙ্কালের গায়ে লেগে স্যাক্সোফোন সেই আওয়াজ।
সেই গলাটা ,সেই শব্দগুলো
জীবনের সাদা খামের আড়ালে কফিনের কাপড়।
ঘ্যান ঘ্যান অন্ধকার জীবিত জীবনে
শান্তির বদলে যুদ্ধবার্তা।

জীবন ,জল আর যুদ্ধ
আর অন্ধকার।
দারুন এক রেসিপি পেলাম আজ
মিলিয়ে মিশিয়ে অনাথ সৃষ্টি আর একটু বিষন্নতা
সুন্দর ,দারুন একটা সময় পেলাম।

No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...