আজকাল এমন হয়
............. ঋষি
সত্যি বলছি বুকের ঢিল ছোঁড়া দুরত্বে
একটা চিল নেমে এলো।
ছো মেরে তুলে নিল সেই পাথরটা
ভীষণ পার্থিব আমার কাছে
আমার জীবনের তুচ্ছ প্রেম।
বিছানায় দাঁড়িয়ে আকাশ ধরতে গেছি
সেই প্রায় একই কান্ড।
নেমে এল বৃষ্টি আকাশ থেকে
রাত্রে আমার বালিশ ভিজে জব জব
নিজেকে আদর করা ভালো থেকে।
এ এক আজব কান্ড যা বাবা
সকালে সিঁড়ি থেকে গড়িয়ে সোজা রাস্তায়।
সে কি জ্যাম ,চাকা আর এগোয় না
কিন্তু আমি ঠিক পোঁছে গেছি তোমার কাছে
মনে মনে আরো কাছে।
ফুটপাথ দিয়ে এক দমকে জঞ্জাল
ঠেলেঠুলে এগিয়ে সামনে দমকা হাওয়া।
কে যেন ছুঁয়ে দিল
রাম রাজত্বের রাম সোজা লঙ্কায়
আর আমি আমার শহরের ফুটপাথে।
ফুটপাথ শেষে রাজপথ
ও মা পার্সটা নেই কাছে ,নিয়ে গেছে।
আজকাল মাঝে মাঝে এমন হয়
সব তোলপার ,সে এক উদম ঝড়
আমার কাছের হৃদয়ে আমার।
Subscribe to:
Post Comments (Atom)
অন্য খোঁজ
ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...
-
বৌদি তোমার জন্য .... ঋষি ==================================================== তোমাকে চিনি আমি বৌদি ঠিক আমার বাড়ির উল্টোদিকে ছাদে তুমি স...
-
মুখাগ্নির মন্ত্র ... ঋষি . এক শতাব্দী নিজস্ব অন্ধকারে লুকিয়ে থেকেছি এক শতাব্দী লাট খেয়ে পরে থাকা মৃতদেহ কুড়িয়েছি কুড়িয়েছি ভনভন পচে যাও...
-
নোংরা মেয়ে ... ঋষি মেয়েটা দাঁত কেলিয়ে শাড়ি সরিয়ে দাঁড়ায় যার যোনিতে বাস করে অজস্র বীর্যপুত্রের ছড়ানো সমাজ। মেয়েটা পথ চলতি লোকের গা...
No comments:
Post a Comment