Thursday, June 12, 2014

RISHI026@GMAIL.COM

মুহুর্তের ভালোবাসা
.............. ঋষি

শত জন্মের তপস্যার মতো আমি উদ্ভ্রান্ত পথিক
দৃষ্টি স্থির দুরে কোথাও।
কিন্তু অদৃষ্টের লেগে থাকা মুহুর্তদের কারফিউ
দুচারটে সাদা পাতায় আঁচর নখের।
একটা রক্তাক্ত ধারাপাত
আগে ও পরে কিছুটা বেপরোয়া মুহূর্ত।
আর একসমুদ্র আশা ভালোথাকা
মুহুর্তের ভালোবাসা।

শত জন্মের সাথে জড়িয়ে হাসি
বলতে থাকি  তোকে ভালোবাসি।
হাসি আবার আপন মনের প্রেমে
বৃষ্টি আসুক আকাশ থেকে নেমে।
চোখে কনে জড়িয়ে থাকা বালি
বলতো কেন একলা করে খালি।
সময় তখন মুখ ভেংচে বলে
শুন্য বাগানে তুই একলা মালি।

শত জন্মের পথে আমি কোনো জাতক
যার জ্ঞান অবধি পাপ ছুঁয়ে প্রেম।
পথের ধারে আটকে আছে অহল্লা
দুচারটে পাথর বৃষ্টি সাথে।
সৃষ্টি যদি মিষ্টি হয়ে আসে
জীবন যদি জড়িয়ে ভালোবাসে।
সময় হাসে আর বলে
মুহুর্তের ভালোবাসা।

No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...