Sunday, June 29, 2014

RISHI026@GMAIL.COM

জীবনের মানে
.................. ঋষি

আসলে হলো না কিছুতেই
কেন যে আমরা ঘরের ভিতর ঘর খুঁজি।
মনের গভীরে নিজের মতো করে মন খুঁজি
আমাদের আর ভালো থাকা হলো না।

জীবনের দিক চক্রবালে দাঁড়িয়ে
দুর থেকে দেখা যায় সেই তাল গাছগুলো।
যাদের কোনো ঘর নেই ,নেই দায়
আর আমাদের শুধু দায় আর দায়।
শুরু সংসার ,মাতৃত্ব ,পিতৃত্ব,অধিকার ,অহংকার
ছড়ানো শব্দের আরো জটিল সব শব্দে
নিজেদের দুমড়ে ,মুচড়ে সব যন্ত্র।

নেই তন্ত্র,পাকাশয়ে জমানো পাথরের ভিড়ে
বোধ হয় একটা অপারেশন দরকার।
অপারেশন হৃদয় ,অপারেশন মস্তিষ্ক
সর্বপরি বেঁচে থাকার কলার টিউনে
মুক্তির গান।
যদি তোর ডাক শুনে কেউ না আসে
তবে নাকি একলা চলতে হয়।

আসলে হলো না কিছুতেই
শৃঙ্খল আর শৃঙ্খলার মাঝে দাঁড়িয়ে।
নিজেকে বড় নগ্ন করতে ইচ্ছে হয়
প্রশ্ন একটাই জীবনের মানে।

No comments:

Post a Comment

সময়ের বুক

নিঃসঙ্গতার কাছে আছে প্রত্যুত্তর  সত্যি তো ফিরে আসা যায় না  প্রেমিকা লিখলেই আমি নদীর কাছে দাঁড়াই , কাল্পনিক সংলাপে নদীর জল কখন যেন হৃদয় ভাষায়...