Tuesday, June 10, 2014

RISHI026@GMAIL.COM

প্রেম শব্দটাকে
......... ঋষি

ফেলে এলাম সময়টাকে রাস্তার মোড়ে
আর প্রেম শব্দটাকে।
এখনো ভাবছি কোথায় রাখি ,কেমন করে
আগলে, না সময়ের কোলে।

ঝরনার মতো শরীর বেয়ে নামে সবটাই
আমার আদিম বুকের মাঝে বৃষ্টি
কখন যে আসে ,আবার চলে যায়।

বোঝা যায় প্রেম শব্দটা
কিন্তু কিছুতেই পাওয়া যায় না।
ভাসতে ভাসতে নামতে থাকা পাখির পালক
পরম নিশ্চিন্তে নেমে আসে পৃথিবীর বুকে
তখন কাদা মাটির মেটে গন্ধ।
সবে মাত্র বৃষ্টি হয়ে গেছে
আর প্রেম ভিজে কাগ।

জ্বালিয়ে দিলাম চার পাতার জীবনটাকে
বর্তমান,অতীত ,ভবিষ্যত আর তুমি।
কিন্তু এখনো ভাবি কোথায় রাখি প্রেম শব্দটাকে
কেমন করে তোমার মাঝে। 

No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...