Sunday, June 29, 2014

RISHI026@GMAIL.COM



নিকোটিন আর তোমার ঠোঁটে
............. ঋষি

পৃথিবীর বৃত্তটা জ্বলছে অনকেটা আগুনের গোলা
দুচার ফোঁটা রক্ত যেন বৃষ্টিপাত বুকে।
নেমে আসে আকাশ থেকে ধুমকেতু
মুখের সিগারেটে চিতার ছাই
তবুও আমি বাঁচতে চাই ,,নিকোটিন আর তোমার ঠোঁটে।

নাভির ভিতর জড়িয়ে জড়িয়ে শূন্যতা ওঠে
যেমন কারখানার চিমনির ধোঁয়া সিগারেটের রিঙে।
মাথার ভিতর ছড়িয়ে ছিটিয়ে দুচারটে মুখ
থেঁতলে গিয়ে মাড়িয়ে যায় মনের স্রোতে
তবুও এই বেঁচে থাকা  ,,নিকোটিন আর তোমার ঠোঁটে।

অনেকটা দিন পেরিয়ে চোখে ছানি
জীবন একটা শব্দের মতো পথের ধারে ঠিকানা খোঁজে।
মনের জানলায় দুচারটে স্মৃতি হামাগুড়ি
আর সময় সে যে আনকোরা শুধু ভালোবাসতে ছোটে
তবুও এই বেঁচে থাকা  ,,নিকোটিন আর তোমার ঠোঁটে।

তবুও এই বেঁচে থাকা ,,তবুও এই বেঁচে থাকা
অন্তর আত্মার চিত্কার যেন সীতার পাতাল প্রবেশ।
আচ্ছা পৃথিবীটা যদি আমার হতো
নিস্তব্ধ কোনো প্রেমের দেশ
তখন সত্যি এই বেঁচে পোড়া,,নিকোটিন আর তোমার ঠোঁটে।

No comments:

Post a Comment

অগোছালো কবিতা

কেউ পাখি হয়ে গেছে কেউ আকাশের নিচে পৃথিবীতে খুঁজে নিচ্ছে ল অফ এট্রাক্সন অথচ এই শহরের খাঁচায় বন্দি ভাবনা  তোমার ব্লাউজের ক্লিভেজে আটকে আছে, স...