Wednesday, June 25, 2014

RISHI026@GMAIL.COM


জবাব চাই
................... ঋষি

যেদিন বিপ্লব জন্ম নিল দুমুঠো ভাতের জন্য
খিদে মেরে দিলে।
যেদিন বিপ্লব জন্ম নিল মনুষত্বের অধিকারের জন্য
গলা টিপে দিলে।
প্রশ্ন কর নিজেকে বারংবার
কত বার ঝুলিয়ে দিয়েছো বিপ্লবের লাশ
দিল্লির খুনি দরজার গায়ে।

গর্জে উঠেছে বন্দুকের নল নিরীহ রক্তে
ভেসে গেছে ,ভেসে গেছে
মানুষের কান্না সভ্যতার গায়ে।
আওয়াজটা শোনা যাচ্ছে রক্তাক্ত বিপ্লবের
নাকি ক্ষীন ক্ষীন হতে হতে হারিয়ে গেছে
সভ্যতার দালালের রক্তে।

বিপ্লব তো পিঠ ঠেকে যাওয়া মনুষত্বের চিত্কার
অনেকটা ডার্ক রুমে তৈরী ফিল্মে   র ছবির মত।
শুধু আলো আর আলো
কত এসে গেল সভ্যতার নতুন সকাল।
কিন্তু গতানুগতিক বেঁচে থাকায়
বিপ্লব বেঁচে মরে গেলো।

বিপ্লব বেঁচে মরে গেল তোমাদের জন্য
মাথা নিচু করে সহ্য করা ধর্ষণের বর্ষণ।
কেঁচোর মত বাঁচা মানুষের রক্তে এনিমিয়া
সভ্যতার শরীরে লেগে পচা দাগ।
শুধু মানিয়ে নেওয়া ডি এন এ আবিষ্কার
বিপ্লব পচে গলে গেলো।

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...