Wednesday, June 18, 2014

rishi026@gmail.com

তোর জন্য
,,,,,,,,,, ঋষি

কি রে কতোটা স্পর্শীল তুই
বলিস না স্পর্শ গুলো মরে গেছে।
আদিম আর আদিমতা মাখা মোহের আবর্তন
যন্ত্রণা পুনারাবৃতি আর সময়ের নিয়ন্ত্রণ।
সবটাই শুধু পাওয়া
মিথ্যে কি এই চলে যাওয়া
সব আছে এখনোও মরে যাস নি তুই।

হাসছিস যে সভ্যতা রঙের এই হাসি
আমি আটকাতে পারবো না।
তোর শাড়ির আঁচলে নরম বুকে
আঁচরের দাগ ,আমি মুছতে পারবো না।
যদি পারি তবে একটু স্পর্শ দিতে পারবো
বাঁচতে পারবো তোর সাথে
কিন্তু সময় ফিরিয়ে আনতে পারবো না।

কি রে কতোটা সময়ের সাথে তুই
কাঁদছিস ,ওটা তোকে মানায় না।
জীবনের পরে যদি কিছু থাকে সেটা তুই
আর তোর চোখে নোনতা মানায় না।
সবটাই শুধু পাওয়া
মিথ্যা কি দাগ টেনে যাওয়া
সব আছে এখনো বেঁচে আছিস তুই। 

No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...