Tuesday, June 17, 2014

rishi026@gmail.com

অধিকার
,,,,,,,,,,,, ঋষি

তোকে প্রশ্ন করার অধিকার আমার নেই
কিন্তু এই অবেলায় আমি বুঝতে পারি না
অধিকার সেটা আবার কি ?
রোজকার পথের ধুলোয় বৃষ্টি কনা
মাটির মেটোগন্ধে  অধিকার লাগে।
ধুঁয়ে দিয়ে পুরো কাদা হয়ে গেলেও
কোনো প্রশ্ন আসে না
তবে কিসের অধিকার।

রক্তের সাথে বাঁধা কতগুলো মানঅভিমান
সময়ের সত্বায় পথের উপর ঢেউ।
দেখ বৃষ্টি আসছে
বৃষ্টি আসছে আবার ধোঁয়াবে রাজপথ।
গ্রামের রাস্তায় কাদা মনের ভিতর
কিছুটা শান্তি তোকে জড়িয়ে বাঁচা।
কিছুটা অসস্তি দুরত্ব বেঁধে থাকা
আর এই হাসতে থাকা।

তোকে প্রশ্ন করাটা খানিকটা আমার ইচ্ছা
আর খানিকটা তোর উপর অধিকার।
আমার রক্তে শ্বেত কনিকা তুই
না হলে বাঁচবো কি করে জীবানুর পৃথিবীতে।
আর প্রশ্ন সে তো আসবেই
তোকে জানার জন্য সাদা পাতায়।
তোকে ভালবাসার জন্য নিজের মতো
তবে প্রশ্নটা কিসের,,,,,,,,,, অধিকার।

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...