Saturday, June 14, 2014

RISHI026@GMAIL.COM

আমার বাংলা
................ ঋষি

একা ফুটপাথে দাঁড়িয়ে আর কতো
আর কতো ছোট হব শহরের আলোয়।
নিশ্চিন্তে একটা পুরনো প্লে শহরের বুকে
দিল ওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে।
আর ভিখারী প্রেমের বুকে
জোড়া চিত্কার খিদে আর খিদে।

খিদে নেমে আসুক আরেকবার চট্টগ্রামে
ভায়ের রক্তে ধন্য বন্দুকের নল।
গর্জে ওঠে মায়ের যোনিতে  রক্ত
সভ্যতা ছুঁটছে রাজকীয় পথে স্বাধীনতায়।
খোলা নগ্ন শরীরে মানুষের খিদে
নগ্ন বড় নগ্ন ধর্ষিত সভ্যতা।

সেই শুরু জন্মের রক্তে ৪৬,৪৭,৭১ আর কত
ছুঁয়ে নেমে যাচ্ছে রক্ত নর্দমায়।
ভাই ভাই ছুঁয়ে মানুষের অধিকার স্বত্ব আর শর্ত
ভাঙ্গা তোলায়ারে দাগ টানা স্বদেশ।
নিজের ভাই ,,নিজের বোন ,,নিজের মা
সব আপন কিন্তু সভ্যতার কাছে পর।

আর কতো ০৩৩ তে দাঁড়িয়ে একলা
মাথা নিচু করে হেঁটে যাওয়া ফুটপাথে জীবন।
অনির্দিষ্ট সভ্যতার পথে প্রীতিলতা ,ক্ষুদিরাম
ধন্য ,বন্য আর রক্তাক্ত সভ্যতা ছেঁড়া।
বিবর্ণ লিপি আমার ভিখারী মা
আমার বাংলা লজ্জিত মায়ের বুকে। 

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...