Thursday, June 19, 2014

rishi026@gmail.com

বিভাজিত আবর্তন
................ ঋষি

মানচিত্রের শরীরে  রক্ত লেগে গেছে
বিভাজনের পর টুকরো তারপরে টুকরো।
আসলে টুকরো গুলো সব মানুষের করোটিতে
ক্ষুদ্র ক্ষুদ্র ঘর বেঁচে থাকা
একা নিরালায়  ... আর জ্বালায়।

কয়েকটা মোমবাতির তলায় অন্ধকার
অন্ধকার নেতৃত্বের রাজনৈতিক আলোরণে।
যুদ্ধ চলছে হিরোসিমায় চিরদিন ,চিরকাল
আর অন্ধকার ব্ল্যাকআউট
টুকরো শহরগুলোর শিরায় শিরায়।

যে অহংকারে সাদা কালো রং  পৃথিবীর
সেই পৃথিবীর ভিনদেশী আমরা।
ভুলে আছি পৃথিবীর নীল , সবুজ রং
শুধু রক্তের রঙে রাঙিয়ে আছি আমরা
সেখানেও বিভাজন সম্পর্কের শিরায় শিরায়।

আসলে যুদ্ধ চলছে মানুষের সাথে মানুষের
যুদ্ধ চলছে ইচ্ছার সাথে নরকের।
প্রেম ,মায়া ,সত্যি সবটাই ছায়া আজ
আর লোভ ,হিংসা ,মিথ্যা সব।
মানুষের কায়া ,,,

মানচিত্রের শরীরে মনুষত্বের রক্ত বমি
উঠে আসা নর্দমার জল মিশে আছে সমুদ্রে।
কালো কালো ধোঁয়ার কালি ছড়ানো বাতাসে
মানুষ করোটিতে শুধু লোভ বাঁচা
আর তার জন্য বলি ,,একটা শব্দ ভালোবাসা। 

No comments:

Post a Comment

সময়ের বুক

নিঃসঙ্গতার কাছে আছে প্রত্যুত্তর  সত্যি তো ফিরে আসা যায় না  প্রেমিকা লিখলেই আমি নদীর কাছে দাঁড়াই , কাল্পনিক সংলাপে নদীর জল কখন যেন হৃদয় ভাষায়...