Sunday, June 29, 2014

RISHI026@GMAIL.COM

ফায়ার
.............. ঋষি

নিজেকে হারিয়ে ফেলার পর
সকালে আর ঘুম ভাঙ্গে না কিছুতেই।
যদিও ঘুম ভাঙ্গে
আকাশের মেঘগুলো  ঢুকে যায় মাথার ভিতর।
খুব গভীরে চির ধরে যায়
আর তখনি মৃত্যু আসে।

সেদিন তোর হাত ধরে চলেছি আর চলেছি
তুমি বললে কত দূর যাবে।
আমার উত্তরে হেসে বললে শেষ হবে না
সত্যি কখনি কি শেষ হবে।
এই পথচলা
তোমায় ছুঁয়ে হেঁটে যাওয়া একটা জীবন।

পথ আর পথ স্পর্শগুলো ঘড়ির কাঁটার ভয়ানক ট্রিগার
মানুষ ছাড়িয়ে মানুষের পড়ে মস্তিষ্কের ঘরে।
টুকরো টুকরো করে পরে আছে শরীর
ফায়ার গর্জে উঠলো একলা জীবন।
আবার রক্তক্ষরণ আর মৃত্যু একটা দিনের
আবার হারিয়ে ফেলা নিজেকে।

এমনি চলছে আজকাল
শত শত রক্তক্ষরণ জালিয়ানওয়ালাবাগে।
আর মাথার ঘুলির ভিতর শুধু ফায়ার
ছুটে আসে বুলেট ফুঁড়ে দেই হৃদয়টাকে।
আবার আমি ঘুমিয়ে পরি মৃত্যুর সাথে
তোমার হাত ধরে জীবনের পথে। 

No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...