Saturday, March 7, 2015

খাঁচার ভিতর

খাঁচার ভিতর
................ঋষি
=====================================
নিঃশব্দ অন্ধকার আকাশ চিরে
এগিয়ে আসা পাখিটার খবর কেউ রাখে নি।
সাতটা পাঁচটা অনিদ্রার ট্রেনের কামড়ায়
সেই ভিখারিনী গেয়ে গেছে রোজ
খাঁচার ভিতর অচিন পাখি ,কেমনে আসে যায়।

কি হে শুনছো
ঘুমোলেই মাথা ভর্তি লোহার গারদে পাখি।
মাথা বাড়ায় ,এগিয়ে যায়
ঠোঁটের চামড়ার বদলে হলুদ সবুজ অভিনয়ে।
খিদে ছুঁয়ে  যায়
আর ঘুম ভেঙ্গে যায়।
আকাশ ভর্তি পাখিদের ভিড়ে
ডানাকাটা রাত ,,,,,, শুধু অন্ধকার।

নিঃঝুম বিকেলের বর্ণালী পেপার ওয়েটে চাপা পরে
কলমের নিবে লেগে থাকা পাগলামীগুলো।
কখন যেন উড়তে চাই
ডানা গজিয়ে যায়
বিকেলের শেষ প্লাটফর্মে  সেই ভিখারিনী।

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...