Saturday, March 28, 2015

দৈনন্দিন আদম ইভ


দৈনন্দিন আদম ইভ 
................. ঋষি
==========================================
ছেলেটি গেয়ে উঠলো পথচলতি মেয়েটির উদ্দেশ্যে 
ও মেরি ছম্মক ছাল্লু ,ও মেরি ছম্মক ছাল্লু।
ছেলেটি একটু ভুল করেছিল 
সে জানতো না একেবারে 
আজ সৃষ্টির সপ্তম দিন ঈশ্বর সৃষ্টিতে মত্ত। 
মেয়েটি ঘুরে দাঁড়ালো 
ছেলেটির গালে সপাটে এক চড়,
তোর বাড়িতে মা বোন নেই। 

লিলিথ কে দেখতে পেলাম আমি 
আদমের প্রথম স্ত্রী লিলিথ। 
যিনি তৈরী হন ঈশ্বরের শরীর থেকে আদমের সাথে ,
আদমের সহ্য হয় নি 
নারীকে দেবে সমক্ষমতা,বিতারিত হন লিলিথ। 
ঈশ্বর আদমের পাঁজরের হাড় দিয়ে তৈরী করেন ইভকে 
ইভ যে আদমের আশ্রয়ে চিরকালীন। 
আজকের সমকালীন নারী 
অথচ নিজেকে বাঁচাবার জন্য ইভের লিলিথ কে দরকার। 

ছেলেটি ইচ্ছাকৃত কনুইটা এগিয়ে দিলে বাসের ভিড়ে 
উত্তক্ত মেয়েটি সরে গেল একটু দুরে। 
ছেলেটি কোনো ভুল নেই 
সে তো আদম হতে চেয়েছিল। 
আজ সৃষ্টির সপ্তম দিনে ঈশ্বর দাঁড়িয়ে নেই 
তাই ইচ্ছাকৃত পিষে চললো মেয়েটা বাসের তুমুল ভিড়ে। .
আমি লিলিথকে দেখতে চেয়েছিলাম আরেকবার 
কিন্তু তাকে আমি খুঁজে পাই নি। 

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...