Tuesday, March 10, 2015

রহে না রহে হাম

রহে না রহে হাম
.............. ঋষি
===================================
চিন্তাগুলো ভাঙ্গা  পুরনো মাউথারগানের সুর
মন শুনতে পাচ্ছিস।
রহে না রহে হাম,মেহকা করোগে
বনকে কলি ,বনকে সমা ,বনকে ব্যাফা মে।
শুনতে পাচ্ছিস তুই
চেনা শহরের অচেনা আমাতে আমার  স্পর্শে।

আজ বিকেলের রোদে ডানা ভাঙ্গা পাখি মুখথুবড়ে
অলিতে গলিতে জমে যাওয়া পচা নর্দমার জল।
আমার সারা শরীর জুড়ে
আমার সমস্ত হৃদয়ের সত্বায় কে যেন ফিসফিস।
কিছু বলতে চায়,শুনতে পাচ্ছিস
সেই বিকেলের বারে বুড়ো গিটারিস্টের হাতে।
চেনা সুর অচেনা নোলকে উপচে পড়া লাল আলো
সময় ছিল হাতে ,চলে গেল।
কিছু বলে নি শুধু অদ্ভূত নাটকের আলিঙ্গন
শেষ হয়েও রয়ে গেলো মনে।

চিন্তাগুলো পুরনো ড্রামের অবিরত গলাধাক্কা হৃদয়ের
মন শুনতে পাচ্ছিস।
চাবকাচ্ছে কেউ সারা শরীরে তোর গন্ধ
সমস্ত অস্তিত্বের উপর  ডোরাকাটা চাবুকের দাগ.
রহে না রহে হাম,মেহকা করোগে
বনকে কলি ,বনকে সমা ,বনকে ব্যাফা মে। 

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...