Thursday, March 26, 2015

পল পল দিলকে পাস

পল পল দিলকে পাস
................... ঋষি
==================================
প্রতিদিন ভাবতো ছেলেটা এবার ঠিক পৌঁছে যাবে
সেই ভেবে সিঁড়ি ভাঙতো দিনের পর দিন,
তোমার কাছে যাবে।
সে যত সিঁড়ি ভাঙ্গে ,দূরত্ব ততো বেড়ে যায়
সময় এসে দাঁড়ায় নীল আকাশের গোড়ায়।
পিছনের দিকে তাকায়
গভীর খাদ ,ফিরে আসে পিছে ,
দূরত্ব টুকু সিঁড়ি থেকে যায়।

বাইরে বইতে  থাকে ধুলোর পৃথিবী
হাওয়ায় হাওয়ায় গন্ধ হেরে যাওয়া জীবনের গান
পল পল দিলকে পাস ,তুম রেহতি হো।
আর জীবনের কবিতায় অন্য গান
তুই ফেলে এসেছিস তারে ,ও মন রে আমার।
সবটুকু বাকি ,বাকিটুকু সব
এই ছিল ছেলেটার জীবন কলরব।

প্রতিদিন ভাবতো ছেলেটা আবার ঠিক পৌঁছে যাবে
সেই ভেবে সে দিন গুনতো দৈনন্দিন ক্যালান্ডারে,
তোমার কাছে যাবে।
সময় যায় সময় আসে ,প্রতি ঋতুতে প্রকৃতি হাসে
মাঝখানে ব্যবধান জুরাসিক এজে জীবন।
কয়েকশো যুগ পিছনে ছেলেটা দাঁড়িয়ে থাকে
মেয়েটা হাসে আর বলে
সামনে সিঁড়ি ,আমার কাছে এসো। 

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...