Tuesday, March 3, 2015

অন্তহীন

অন্তহীন
........... ঋষি
=============================================
দাগ কেটে যায় ,সময় কাটে না
এগিয়ে চলা জীবনের দরজায় খোলা আকাশ।
শীত আসে ,আসে বৃষ্টি ,শরতের নীল সাদা মেঘ মনের ভিতর
তবুও সময় কেটে যায় বোবা শৈশবের  যে কটা দিন।
সবাই এগিয়ে যায়
তুমিও যাও অনন্ত ,,,, অন্তহীন।

তোমার  সুখ আছে ,চোখের পাতায় কাজল
বাজার ফেরৎ হাতে নীলচে শাড়ি।
সাজার আয়নায় বেদেশী পারফিউম ,কসমেটিক্সের পাহাড়
কিন্তু পাথরে পাহাড় হয় ,হয় প্রাচীনতা।

তোমার বালিশ আছে বিছানা আছে
তোমার সোনার নথে লেগে থাকা আলিঙ্গন।
বিচ্ছিরিভাবে লেপ্টে যাওয়া শরীর ক্রিটিকাল সম্পর্ক
মেঘে ঢাকা তারা ,আকাশে গায়ে।

দাগ কেটে যায় ,সময় কাটে না তোমার অবলুপ্তির
তোমার ঘর আছে ,ঘরের কোনে লোকানো সভ্যতার লাল আলো।
তুমি হাসলে সূর্য ওঠে ,তোমার চোখের কোনে জল
জীবন জ্বলে যায় ,নেবে  আসা লাভা হৃদয় পাথরে।
সবাই চলে  যায় ,মনের মাঝে ইচ্ছে
এক টুকরো স্বপ্ন চুরি তোমার থেকে।



No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...