Monday, March 2, 2015

রোদ চশমা

রোদ চশমা
.............ঋষি
===================================
কতটুকু বাঁচার জন্য কতটুকু মরতে হয়
সেটুকু হিসেব কাউকে খুলে বলি না কখনো।
কতটুকু প্রেম পেলে জীবন ধন্য হয়
সে হিসেব বুঝে উঠে নি কখনো।

কলমের নিব ফেটে বেড়িয়ে পরে মাকড়সা
রোজকার হিসেব খাতায়।
মাকড়সা ছড়িয়ে পড়ে দৈনন্দিন বেঁচে থাকায়
ফুটপাথ ঘেঁষা দামী মোবাইল স্ক্রিনে।
বাঙ্কের আমানতী খোঁজে হিসেবের তকমা
ডেবিট ,ক্রেডিট মেলে না ,তবু মিলোতে হয়।
যেহেতু  সাসপেন্স আছে তাই।
বাজারে ব্যাগ হাতে বাজারী পণ্য খুঁজি
সকলে যে বাঁচতে চাই
আপন ঠিকানায় স্বপ্নের মাঝে রোদচশমা চোখে।

রোদচশমার আড়ালে ক্লান্ত চোখে স্বপ্নের ঢেউ
অবচেতনে আলিবাবা প্রদীপ দৈত্য এসে দাঁড়ায়।
তবু শান্তি ,
হিসেব মিলতে হয় ,জীবন বেঁচে যায়।

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...