Wednesday, March 18, 2015

নদীর জীবন

নদীর জীবন
............... ঋষি
=======================================
মানুষের ভাবনারা যদি মিলে যায় বেখেয়ালে
তবে নদীর গতিটা  স্থির থাকে।
তবে হয় না অকাল প্লাবন মানুষের শিরায় শিরায়
কোনো অবিচল শুকিয়ে যাওয়া নদী।
শুকনো থেকে যায় ,শুধু দাগ ছাড়া
জীবন শুকিয়ে যায়।

কাব্য কথা নয়
জীবন এমনি হয় তিরতিরে নদী।
বয়ে যায় ,বয়ে যায় নিজের ছন্দে চেনা আনন্দে
অবিরত বুকের ভিতর স্রোতের আনাগোনা।
ছুঁয়ে ভিজিয়ে যায় মাটি
ভিজিয়ে যাওয়া সময়ের অলিন্দে অসংখ্য আলাপন।
বুকের গোপনে ছাই জমা হয় ,ভেসে যায়
অসময়ে চলা পথে নদী  সমুদ্রে হারায়।

মানুষের ভাবনাদের নেই ঘর ,নেই ভাবনা
বুকের আলাপনে  আবহ সঙ্গীত।
নিজেদের চেনা গান ভীষণ ছন্দে চেনার আনন্দে
এগিয়ে যাওয়া নদী বাঁচার নামান্তর।
ঋতুভেদে  হাজারো সভ্যতা সাক্ষী মানুষের জীবন
সময়ের রুপোলী মাটিতে নদীর জীবন। 

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...