Sunday, March 8, 2015

নেশার রঙে


নেশার রঙে
................. ঋষি
=====================================
এবড়োখেবড়ো চলার পথ
নেশা লাল আলোয়ান জড়িয়ে তুমি নেমে আসো পথে।
আমার বারংবার বলতে ইচ্ছে করে
আকাশে রং নীল  প্রেম আর নেশার চোখে লাল প্রেম
সবটাই স্পর্শ রঙিন রঙের।

স্পেস ক্রাফটের আদিম ঠিকানায়
পৃথিবীর ভ্রাম্যমান প্রজাপতি আকাশের গায়ে।
কৃত্রিমতা যেখানে আকাশের চাঁদ সূর্য
সেখানে চলার পথে মোমবাতি প্রতিবাদ।
নির্বাক মানুষের অগনতি বীর্যপাত
প্রতিবাদ আকাশেই মরে যায় নীলের মাঝে।
লাল সিঁদুরে মেঘে আমার ভয়
যদি পথ হারাই
এবড়োখেবড়ো চলার পথ ,তুমি বন্ধুর।

আমার চিত্কার করতে ইচ্ছে করে
তোমার নাম ধরে আকাশের বুকে মুখ ঘষি।
আদিমতার নামে বারংবার স্বয়ংবর
মুখ বদলায় ,বদলায় স্বাদ ,আজকাল নেশায় অরুচি
তোমাকে খুঁজে পাই না নেশার রঙে। 

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...