Sunday, March 22, 2015

চির সখা হে

চির সখা হে
.............. ঋষি
=====================================
সকাল থেকে রৌদ্রমাখা পথে সময়ের গোলযোগ
পথের সাথে পথ মিশে যায়।
অথচ পথ হেঁটে যায় বহুদূরে সময়ের সাথে
একি সময়ের দোষ
নাকি পথের যে একলা থাকে।

আমি পথ হতে চাই না
আমি যে পথিক তোর একলা পথে।
খালি পায়ে ,একতারা সম্বল পৃথিবীর মাটিতে
আমি যে ফকির হৃদয়ের কাঠগড়ায়।
এই পাশে জজসাহেব  বলে মৃত্যু উচিত শাস্তি
আমি হাসি।
মৃত্যু সে শ্মশানের পথ
চির সখা হে।

সকাল থেকে রৌদ্রমাখা পথে সময়ের গোলযোগ
পথে ভীষণ জ্যাম ,চাকা জ্যাম।
আর আমার কলমের নিবে রক্তের ধারাপাত
পথ এক পথ ,পথ দু গুনে পথ।
জীবন এক তৃষ্ণার পথ। 

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...