Thursday, March 26, 2015

শীতল ছায়া

শীতল ছায়া
................. ঋষি
=======================================
প্রেম ঝরনার মত ঝরে পরুক
মুক্ত অঙ্গনে মুক্তমুখী তুমি  আনত দৃষ্টিতে।
শাড়ির ভাঁজ থেকে লুকোনো বুকের ভাঁজে
জড়ানো মায়া ,তরল নেশা
একসমুদ্র বিষ আমার চোখের পাতায়।

আমি নেশা খুঁজি নি
জড়িয়ে নেমেছি তোমায় প্রাচীন বৃক্ষের মত।
বৃক্ষের কোটরে বাসা অসংখ্য স্পর্শগুলো সম্পর্কের জাল
মাকড়সার আনাগোনা ,উদ্ভট ভাবনায়।
এই বিকেলবেলা
হাতের কফিকাপে উষ্ণ তৃষ্ণা তোমার ঠোঁট ছুঁয়ে
আমার ঠোঁটে বাঁচার ইচ্ছা।
কিছুটা প্রাচীন স্তবকে তোমার শরীরের প্রতি আলোরণে।
কাঁপতে থাকা হৃদয়ের বেগ
প্রাচীন আবেগ তোমাকে ছুঁয়ে।

প্রেম ঝরনার মত ভিজে যাওয়া  শরীরে তরঙ্গ
মুক্ত অঙ্গনে মুক্তমুখী তুমি লাজুক ভঙ্গিতে।
বিদ্যুতের স্পর্শে শিহরণ শিরায় শিরায়
জড়ানো মায়ায় ,সহস্র প্রাচীন বৃক্ষের ভূমিকায়,
তুমি শীতল ছায়া আমার হৃদয়ে।

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...