Thursday, March 12, 2015

কেন যাব

কেন যাব
............ঋষি
===================================
স্বয়ং কিছু কবিতা রেখে গেছ
তুমি নেই একটা মিসিং ডায়েরি কবিতার নামে।
অনন্ত পথ চলতে চলতে
জেব্রাক্রসিং - এর বাইরে অন্য পৃথিবীতে
তুমি ছাড়া এক ভয়ানক সড়ক দুর্ঘটনা।

আজকাল কবিতার নামে
শুধু শ্রাবনের ধারা বাইপাস ঘেঁষা চায়ের দোকানে।
চেনা শক্তির শব্দগুলো যেন অসম্ভব যন্ত্রণা ,
"ভাবছি ঘুরে দাঁড়ানোই ভালো
এত কালি মেখেছি দুহাতে
এত কাল ধরে।
কখনো তোমার করে তোমাকে ভাবিনি " .
যেতে পারি কিন্তু কেন যাব অসময়ে।

স্বয়ং তুমি কবিতা হয়ে গেছ
তুমি নেই একটা এমারজেন্সী এলার্ম আমার শহরে।
অনন্ত কাল ধরে শহরের পথে
জীবিত বাহানায়  আমার কবিতারা দিশাহীন
তুমি ফিরে এসো আবারও জীবিত দিশা হয়ে। 

No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...