Tuesday, March 31, 2015

রণক্ষেত্র

রণক্ষেত্র
........... ঋষি
===========================================
শহরের বুকে দাঁড়িয়ে ফ্লাইং কিস তোমাকে
সবুজ আর অবুঝ অরিগামি।
অনন্ত শয্যায় ভীষ্ম শুয়ে খরখরে রৌদ্রে মুকুটের প্রতিধ্বনি
সকলে সম্রাট হয় না।
সকলে জীবিত থাকে না
রৌদ্রে পুড়ে কাগজের নৌকো তোমার হাতে।

নিত্য অনিত্যের চাবিকাঠি ,সোনার কাঠি ,রুপোর কাঠি
কোনো ম্যাগাজিনে দেখা খোলা বুকে।
লোম খাড়া হওয়া শিহরণ তুমি নাকি পবিত্র
শিবের মাথা ছিঁড়ে নেমে আসো মাটিতে পবিত্র জল।
জন্মান্তরের গাঁথা আটকে থাকে দৈনন্দিন
নেশার পেগে লাল জল।
তোমার নাভি বিকরিত করে লালনীল আলো
আর অন্তর গহ্বরে ঝড়তে  থাকে  নেশা।
বেঁচে থাকা একটা জীবন
একা হয়ে।

শহরের বুকে দাঁড়িয়ে দিনান্তের রোমন্থন সূর্যের আগুন
পুড়ে যায় পৌরানিক হস্তিনাপুর আবার।
সুঁচের মাটির গুনগান গায় ভিন দেশী তারা
প্রশ্ন ছিল ওরা কারা।
সকলে সম্রাট  নয়  তোমার মত
খোলা রণক্ষেত্রে।

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...