Tuesday, March 31, 2015

রণক্ষেত্র

রণক্ষেত্র
........... ঋষি
===========================================
শহরের বুকে দাঁড়িয়ে ফ্লাইং কিস তোমাকে
সবুজ আর অবুঝ অরিগামি।
অনন্ত শয্যায় ভীষ্ম শুয়ে খরখরে রৌদ্রে মুকুটের প্রতিধ্বনি
সকলে সম্রাট হয় না।
সকলে জীবিত থাকে না
রৌদ্রে পুড়ে কাগজের নৌকো তোমার হাতে।

নিত্য অনিত্যের চাবিকাঠি ,সোনার কাঠি ,রুপোর কাঠি
কোনো ম্যাগাজিনে দেখা খোলা বুকে।
লোম খাড়া হওয়া শিহরণ তুমি নাকি পবিত্র
শিবের মাথা ছিঁড়ে নেমে আসো মাটিতে পবিত্র জল।
জন্মান্তরের গাঁথা আটকে থাকে দৈনন্দিন
নেশার পেগে লাল জল।
তোমার নাভি বিকরিত করে লালনীল আলো
আর অন্তর গহ্বরে ঝড়তে  থাকে  নেশা।
বেঁচে থাকা একটা জীবন
একা হয়ে।

শহরের বুকে দাঁড়িয়ে দিনান্তের রোমন্থন সূর্যের আগুন
পুড়ে যায় পৌরানিক হস্তিনাপুর আবার।
সুঁচের মাটির গুনগান গায় ভিন দেশী তারা
প্রশ্ন ছিল ওরা কারা।
সকলে সম্রাট  নয়  তোমার মত
খোলা রণক্ষেত্রে।

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...