Friday, March 20, 2015

তুই যা তো

তুই যা তো
............... ঋষি
=================================

তুই যা তো
চলে তো যেতে চাই বারংবার আরো দূরে।
পায়ে চটি গলায়
প্রিয় সিগারেটের ঠোঁটে শেষ চুমু
কিন্তু যাই কোথায়।

এক পা যায় ,দু পা যায়
আবার ফিরে আসি বুকের মাঝে বাঁচার লোভ।
হৃদয়ের  হাইওয়ে  ধরে অসংখ্য যাওয়া আসা
বুকের উপর।
অসংখ্য টানাপোড়েন জন্ম ,মৃত্যু একসাথে
মৃত্যুকে কাছে টানি ,নগ্ন করি।
অথচ কেন জানি আমি জন্ম দেখতে পাই
নিজে জন্মায় আবার বাঁচার লোভে ,
নাকে লেগে থাকে অগরুর আর চন্দনের গন্ধ।

তুই যা তো
চলে তো যেতে চাই খুব দূরে গভীরে।
আরো হৃদয়ের গভীরে
চেনা আকাশে শেষ ঠিকানায় চিঠি
জন্মানো রীতি। 

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...