Friday, March 13, 2015

এভাবে শুরু করা যায়

এভাবে শুরু করা যায়
........... ঋষি
===============================================
ফেলে আসা হৃদয়ের প্রশ্নচিন্হ আঁকা
সবটাই নিয়ম মাফিক।
কিন্তু হৃদয় মাফিক কোনটাই নয়
না আজকে ,না অতীতের কয়েকশো ফেলে রাখা মুহূর্ত
ফ্লাশ ব্যাকে আরেকটু পিছিয়ে কি শুরু করা যায়।


ধরে নে আমি তোর আয়নায়
আয়নার সামনে দাঁড়ানো সদ্য কলেজের গেটের মেয়েটা।
সেই মেয়েটা যাকে স্পর্শ করেনি জীবন
শুধু হিসেবের খাতে না মেলা মুহুর্তের ভিড়ে
কিছু সুর না মেলা কবিতা।
কিংবা ধর ভাঙ্গা গিটারের বেসুরো সুর
বাজছে অবিরত।
অথচ হিসেব মিলছে না
এভাবে কি শুরু করা যায়।

ফেলে আসা হৃদয়ের পদ চিন্হ  আঁকা
কিছু ফেলে আসা মখ।
কিন্তু সময়ের সাথে কোনোটা নয়
না আজকে ,না আগত ভবিষ্যতের ভাবনার ঘড়ির কাঁটায়
শুধু সরে যায় ,সময় আসে না। 

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...