Tuesday, March 31, 2015

ইচ্ছা জীবন

ইচ্ছা জীবন
............ ঋষি
============================
ইচ্ছা জীবন পাড়ি দেওয়া
এক আকাশ নীলচে নৌকো ভাসছে।
ছাদের সিলিঙে আটকানো দরজা
খুলছে শব্দদের না বলা আস্ফালন।
এক ঘেয়ে ভালো লাগা
তাঁতে বোনা আদরের নৌকা।

হাসছি দেখ
আজ বৃষ্টির  শরীর বেয়ে নোনতা স্পর্শ।
তোর দূরত্ব বোধ হয় কয়েক আলোকবর্ষ
অথচ স্পর্শ সুখে পাগল
আমার ঐতিহাসিক পদক্ষপে।
এগিয়ে যাওয়া মুহুর্তদের জানলায় সোনালী বিকেল
নিশ্চিন্তে মাড়িয়ে যাওয়া ছায়াদের ভিড়ে।
মুহুর্তদের ঘনঘটা মেঘলা আকাশ
আকাশ ডাকছে বৃষ্টিকে ,হাসছে সে
বৃষ্টিতে ভিজে তোর সাথে।

ইচ্ছা জীবন পাড়ি দেওয়া
আমার শহরের ভিজে হাইওয়ে ধরে.
অসংখ্য আলাপন জড়িয়ে থাকা আঙ্গুলের স্পর্শে
খুলছে শব্দদের সাথে হৃদয়ের জানলায়।
বাড়ানো হাত ,ছোটো বিশ্বাস
আকাশ আর বৃষ্টি একসাথে।

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...